*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
নেত্রকোণা কেন্দুয়া উপজেলার কিৃতি সন্তান বরেণ্য লেখক, কবি, সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ৭৬তম জন্মদিনে উপলক্ষ্যে ১৩ নভেম্বর বুধবার রাতে হিমু পাঠক আড্ডার সদস্যদের আয়োজনে হিমু উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ আকর্ষণ নেত্রকোণা জেলা প্রশাসক উনার মূল্যবান বক্তব্য শেষে গান নিজেই উল্লেখ্য অনুষ্ঠানে একটির পর একটি গান গেয়ে মঞ্চ মাতিয়ে তুলেলনে সকলকে সেই সাথে হিমু পাঠক আড্ডার সদস্য সহ উপস্থিত সকলেই আনন্দে পুলকিত হয়ে চারদিক থেকে ওয়ান মোর ধ্বনিতেত একের পর এক গান পরিবেশন করেন বাননী বিশ্বাস সকলেরর মন জয় করে নিল সেই সাথে বুঝিয়ে দিল যে, একটি নারী শুধু ঘরগৃহস্থালীর জন্য জন্ম হয়নি। নারী যেমনি কোমল তেমনি শক্ত যেন হিন্দুয়ানী ভাষায় বলতে হয় মা দূর্গা ও কালী দুটো রূপেই অবস্থা ভেদে আর্বিভাব হতে হয়।তিনি আরো বলেন মিানুষকে তার কাজের ফাঁকে ফাঁকে বিনোদনও করতে হয় তাতে শরীর ও মন দুটোই ভালো থাকে। তিনি আরো বলেন সুস্থ বিনোদন ফিরিয়ে আনতে এমন লেখ বুদ্ধিজীবিদের নিয়ে আয়েজনের মাধ্যমে তাদের সাহিত্য কর্মের দর্শন এর মাধ্যমে বর্তমান প্রজন্মকে তাদের আমাদের দেশের অতীত সংগীত, সাহীত্য সম্পর্কে জরুরী বিষয়গুলো কোমলমতি শিশুকিশোর ও সকলের উদ্দেশে জেলা প্রশাসক মহোদয় গানের পূর্বে প্রধান অতিথির বক্তেব্যে কথাগুলো বলেন।
বুধবার রাতে হিমু পাঠক আড্ডার আয়োজনে লেখকের জন্মদিনে নিজ জেলায় হিমু উৎসব আয়োজনের দ্বিতীয়ার্ধে গানে ও আড্ডায় আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। গানে ও আলোচনায় লেখকের কর্ম জীবনের নানা দিক তুলে ধরেন আলোচকরা।
এ সময় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বিশেষ আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, অধ্যাপক ননী গোপাল সরকার, আ.ফ.ম রফিকুল ইসলাম আপেল ও তমাল বোস, আলোচকবৃন্দ গান এবং নৃত্যের ফাঁকে ফাঁকে হুমায়ুন আহাম্মেদের জীবনী ও সাহিত্য, শিল্প ও সাহিত্যকর্ম তুলে ধরেন।
পরিশেষে প্রধান ও আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস মহোদয় আলোচনা করতে গিয়ে নেত্রকোণায় লেখক ভক্তদের এমন আড্ডায় নিজেই গান গেয়ে মাতিয়ে তুল্লেন মঞ্চ।
তিনি বলেন নতুন প্রজন্মকে সব দিক থেকে পারদর্শী হতে হবে তিনি আরও বলেন, এই জেলায় এতো গুণী মানুষ রয়েছেন যা হিসেব করে বলা লাগবে। সে জেলা শিক্ষা সংস্কৃতি অবকাঠামো উন্নয়নসহ নানাভাবে পিছিয়ে। আমি বলবো এ জেলার মানুষ দুখিনী, হতভাগা। এখানকার যে ধরনের উন্নয়নের দরকার ছিলো তার কিছুই হয়নি। এখানে যেমন সম্ভবনা রয়েছে তেমনি সুযোগও রয়েছে।
তিনি বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন নেত্রকোণা জেলাবাসী এসকল গুণীজণদের সঠিক কাজে লাগাতে পারেনি বিধায় নেত্রকোণার মানুষের চিত্ত বিনোদনের কোন ব্যবস্থা নেই, নেই সংস্কৃতি চর্চার জন্য পরিবেশ, একজন জেলা পশাসকের কাছে এমন কোন বরাদ্ব থাক না উনারা শুধু দায়িত্ব পালন করে যান মাত্র। এ জেলায় ৫ জন এমপি থাকার পরও এই জেলা এবং শহকে উন্নত করার প্রয়োজন মনে করেননি। উনাদের মধ্যে যদি একজনও ইচ্ছে করতেন তাহলে এসকল সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত। তারপরও তিনি সকলকে আশ্বাস দিয়ে বলেন আমার পক্ষ্যে যতটা সম্ভব চেষ্টা কের যাব। বাকীটা আপনাদের সহযোগীতা কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ