আব্দুস শহীদ শাকির
জেড টিভি অনলাইন।
সিলেট-জকিগন্জ রোডের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের গেইটে সকাল সাড়ে ১১সময় জকিগঞ্জগামী বাসের নিচে পিস্ট হয়ে আবুল হোসেন (২৫) নামক মোটরসাইকেল আরোহী মৃত্যুবরন করেন।
প্রত্যক্ষদর্শীরা উনার সাথে থাকা আইডি কার্ডের ছবি দেখে শেখপাড়ার, ঈদগাহ বাজারের আবুল হোসেন কে সনাক্ত করেন।
খোঁজ নিয়ে জানা যায় তিনি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানায় কর্মরত ছিলেন। তার বাড়ী ঈদগাহ বাজারের শেখপাড়া গ্রামে।
তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।