মহসিন আলম মুহিন
হুদাই কেহামে এতো এ্যাহাজুড়ি করো,
নিজেও মরো, অন্যদেরকেও কেন মারো।।
শিক্ষা করে মাথায় তোমাদের জমেছে কি গোবর?
শক্তিমান হয়ে করবে সেবা, তা না! খোঁড়ো অন্যের কবর।।
মারার জন্য বানাও কত-শত শত মারণাস্ত্র,
কেমন ক্ষমতা দেখি-মানুষ বানাও কেমন তোমার হস্ত।।
অন্যের ভালো দেখতে কেন এতো তোমার চুলকানি-
সামান্যতেই দেখাও কেনো অস্ত্রের এতো ঝলকানি।।
তুমি নিজেই তোমার নও বুঝেও কেন বোঝো না-
ক’দিন পরে এই দুনিয়ায় তুমিও কিন্তু রবে না।।
ভাব ছাড়ো জেদ ছাড়ো পেয়ে সামান্য ক্ষমতা-
“হুদাই” মানুষ মারা বন্ধ করো দেখাও তোমরা সততা।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
এনায়েতপুর, সিরাজগঞ্জ
-০১৭১৬৯১৩৯৩৯