বাংলাদেশে অনেক সংগঠনের উল্লেখযোগ্য একটি হলো হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।
অনেক কার্যক্রমের পাশাপাশি হিফজুল কুরআন প্রতিযোগিতারও আয়োজন করে থাকে এ সংগঠন।
উপজেলা পর্যায় থেকে ক্রমান্বয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হোন চূড়ান্ত বিজয়ী।
আজ জকিগঞ্জ উপজেলার বাছাইপর্ব অনুষ্ঠিত হয় জামিয়া লামারগ্রাম জকিগঞ্জে।
তিন গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনেক প্রতিযোগী।
বিজ্ঞ বিচারকমণ্ডলীর নিরপেক্ষ নিরীক্ষণে জামিয়া লামারগ্রামের সাতজন ছাত্র নির্বাচিত হয়েছেন। জেলাপর্যায়ে প্রতিযোগিতার জন্য নিজেদের স্থান করে নিয়েছেন।
জামিয়া লামারগ্রাম এভাবেই ক্রমান্বয়ে সফলতার সিঁড়ি বেয়ে একদিন উন্নিত হবে পার্থিব সুখ্যাতি নন্দিত আসনে।
চারটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জামিয়া লামারগ্রামের সাফল্য:-
০১/৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছেন: ফজলুর রহমান আফীফ।
০২/ ২০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান: আব্দুল্লাহ আল মামুন।
০৩/ ১০ পারা গ্রুপে প্রথম স্থান: তাওহিদ আহমদ ইসমাইল।
০৪/ ১০ পারা গ্রুপে তৃতীয় স্থান: তাহমিদ আহমদ।
০৫/ ০৫ পারা গ্রুপে তৃতীয় স্থান: আবু তাহের মাহি।
০৬/ ০৫ পারা গ্রুপে পঞ্চম স্থান: ইসমাইল আলী।