স্টাফ রিপোর্টার:
গত ৬ জানুয়ারি, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) ওয়াশ ম্যানেজার মো. সোহরাব হোসেন হেলপ কক্সবাজারের পরিচালিত দরিয়ানগর প্লাস্টিক কালেকশন সেন্টার পরিদর্শন করেন। এই সেন্টারটি সমুদ্র দূষণ প্রতিরোধ ও কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে হেলপ কক্সবাজারের উদ্যোগে ক্লাইমেট অ্যাকশন প্ল্যাটফর্মের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়।
পরিদর্শনকালে তিনি গ্রীন ইয়ুথ ক্লাব ভলান্টিয়ারদের গতিশীল ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন। সেন্টারটি সম্পর্কে তিনি বলেন, এটি একটি বিশেষায়িত কেন্দ্র যেখানে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং পুনর্ব্যবহারের কার্যক্রম পরিচালিত হয়। তিনি স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করে এই উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হেলপ কক্সবাজারের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাসেল আলী তালুকদার, সেন্টার সুপারভাইজার মো শাহেদ জান অভি, সহকারী সুপারভাইজার মো ইমরান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোহরাব হোসেন সেন্টারের কার্যক্রমের অংশ হিসেবে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের প্রক্রিয়া, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহারের পদ্ধতি এবং এর পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, এই সেন্টারটি কক্সবাজারের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় মানুষদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষা দেবে। সেন্টারটি শুধু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নয়, স্থানীয় কমিউনিটিকে সচেতন করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে।
পরিদর্শনের সময়, সেন্টারের ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ