মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
এসইএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল হওয়ায় সিরাজগঞ্জের মেধাবী ৩২ শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে সিরাজগঞ্জ শহর ঘোরানো হলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির এসব শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে হেলিকপ্টারে করে ঘোরানো হয়।
আজ বুধবার ৮/০২/২০২৪ইং সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে শাহীন স্কুল শাখা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসইএফ ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হেলিকপ্টারে করে ঘোরানো হয়। এর আগে বুধবার সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির সাহেব। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। হেলিকপ্টারে ঘুরে এসে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা ছোট কখনো হেলিকপ্টার কাছে থেকে দেখি নাই। আজ আমাদের অভিভাবক শিক্ষকরা হেলিকপ্টারে ঘুরিয়ে নিয়ে আনলেন। অনেক খুশি হয়েছি এ জন্য আমাদের শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ জানাই। আকাশ থেকে আমরা যমুনা নদী দেখলাম, বঙ্গবন্ধু সেতু দেখলাম। আমাদের প্রিয় সিরাজগঞ্জ শহরকে দেখলাম।
এদিকে অভিভাবকরা বলেন, শাহীন শিক্ষা পরিবারের এমন আয়োজনে আমাদেরও অনেক ভালো লেগেছে। এতে আমাদের সন্তানেরা ভালো পরীক্ষায় রেজাল্ট করেছে, কারণ শিক্ষক হলো ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় অভিভাবক।অনুষ্ঠানের আয়োজক শাহীন স্কুলের সিরাজগঞ্জ শাখার পরিচালক নুরুল ইসলাম জানান, এসইএফ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় চারটি শ্রেণি থেকে জেলার ২ হাজার ৯শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৯৬ জন বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তদের মধ্যে প্রতি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শাহীন স্কুলের ১২ ও অন্যান্য স্কুলের ১২ জন এবং এদের মধ্য থেকে শীর্ষ স্থান পাওয়া ৪ জন ও শাহীন ক্যাডেট কোচিং থেকে ক্যাডেটে ভর্তির সুযোগ পাওয়া আরও ৪ জনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রধান করা হয়। এদের সবাইকে হেলিকপ্টারে করে ঘুরিয়ে আনা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ