মাহবুব ইসলাম , হোমনা(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের আট দফা দাবিতে আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।
পূর্ব নির্ধারিত আন্দোলন এর কর্মসূচি অনুযায়ী তারা হোমনা গৌরীপুর সড়ক কিছু সময় অবরোধ করে রাখেন,পরে তারা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ছিনাইয়া মোড় পর্যন্ত আসেন এবং এখানে অবস্থান নেন।
ছাত্র ছাত্রীরা এ সময় তাদের আট দফার দাবি তুলে ধরেন-
১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।
২. উপসহকারী কৃষি কর্মকর্তা কে দ্বিতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদ দের জন্য সংরক্ষিত করতে হবে।
৬. ডিপ্লোমা কৃষিবিদ দের বেসরকারী চাকুরীর ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।
৮. উপসহকারী কৃষি কর্মকর্তা-দের চাকুরীতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আরো কঠিন কর্মসূচি নিয়ে আমরা হাজির হবো।