মোঃ নুর নবী, বিশেষ প্রতিনিধি:
গৌরব ও সাফল্যের এক দশক পেরিয়ে ১১তম বর্ষে পদার্পন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের। যাত্রা থেকে শুরু করে এখনো বিভিন্ন বাধাঁ বিপত্তি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন। বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাংগঠনিক চলার পথে সব সময় পাশে পেয়েছে বাংলাদেশ দূতাবাস ও দলমত নির্বিশেষে বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটিকে।
২০১৪ সালে আরদের একটি পার্কে সেই সময়ে বাহরাইনে কর্মরত প্রবাসী সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছিলো সাংবাদিক ফোরাম। প্রতিষ্টাকালিন সময়ে সর্বসম্মতিক্রমে বশির আহমদ ভাইকে আহবায়ক ও সাইফুল ইসলাম ভাই(বর্তমানে ফ্রান্স প্রবাসী) সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বশির আহমদ ভাইকে সভাপতি, আব্দুল কাদের ভাইকে সাধারণ সম্পাদক, সৈয়দ মামুন হোসেন ভাইকে সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়। এই সময়ে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের বিভিন্ন কার্যক্রম ব্যপক প্রশংসিত হয়েছে। এর মধ্যে অন্যতম; শ্যামল মায়া নামে বাহরাইন প্রবাসীদের জন্যে সচেতনতা মূলক প্রোগ্রাম। যা তৎকালীন রাষ্ট্রদূত মেজর জেনারেল কে. এম. মমিনুর রহমান ভূয়সী প্রসংশা করে বলেন, উনার মেয়াদ কালে বাংলাদেশী কমিউনিটির আউটডোর প্রোগ্রামের মধ্যে সেরা প্রোগ্রাম ছিলো শ্যামল মায়া। করোনা মহামারীর সময় বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সোসাইটির সাথে ত্রান কার্যক্রমে অংশগ্রহণ করে। এবং নিজস্ব তহবিল থেকেও অনেক সাহায্য সহযোগীতা করে যা সাবেক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম এর কাছ থেকে প্রশংসা পায়। এছাড়াও বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন বিভিন্ন দিবসে প্রোগ্রাম, বাংলাদেশ স্কুল আয়োজিত মেলায় নিজস্ব ষ্টল নেয়া, ইফতার মাহফিল, সিলেটে বন্যায় সহায়তা সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে।
প্রতিষ্টাকালীন সভাপতি বশির আহমদ ভাই বাহরাইন থেকে চলে যাওয়াতে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়াতে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাহরাইনের বাংলাদেশ কমিউনিটির অত্যান্ত পরিচিত মুখ, বাংলাভিশন বাহরাইনের প্রতিনিধি, বাহরাইনের সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল কাদের মজুমদার ভাই। সাধারণ সম্পাদক হিসেবে আছেন বাহরাইনের সিনিয়র সাংবাদিক, এনটিভি বাহরাইনের প্রতিনিধি জনাব সৈয়দ মামুন হোসেন। সাংগঠনিক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অত্যান্ত পরিশ্রমি, সাংবাদিকতাকে যে মনে প্রাণে ভালোবাসে, নিজের ভালোবাসা ও পরিশ্রমে মাইটিভি বাহরাইনের প্রতিনিধি নির্বাচিত হয়েছে শাহীন শিকদার। আজকের ইফতার মাহফিল ছিলো এই নবনির্বাচিত কমিটির দায়িত্ব নেয়ার পরে প্রথম অনুষ্টান।
আলহামদুলিল্লাহ জনাব আব্দুল কাদের ভাইয়ের সাংগঠনিক দক্ষতায়, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সকল নেতৃবৃন্দ এবং সদস্যদের পরিশ্রমে অত্যান্ত সুন্দর ও সুশৃংখলভাবে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রমসচিব জনাব মাহফুজুর রহমান সহ দলমত নির্বিশেষে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
লেখা দীর্ঘ হয়ে গিয়েছে। সংক্ষিপ্ত রাখার জন্য অনেক কিছুই বাদ দিতে হয়েছে। পরিশেষে লেখা শেষ করার আগে আমি স্মরণ করছি যারা বিগতদিনে বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাথে ছিলেন কিন্তু বর্তমানে বাহরাইন ছেড়ে চলে যাওয়া সহ নানাবিধ কারণে এখন সংগঠনের সাথে যুক্ত নেই।
এই মুহুর্তে যাদের নাম মনে পড়ছে- বিডিপ্রতিদিনের আকরাম টিটৃ ভাই, যমুনা টেলিভিশনের জাহান ভাই, এসএ টেলিভিশনের সালেহ আহমদ সাকী ভাই, আরটিভির বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমান শান্ত সহ বর্তমান কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ