বিকাল বার্তা ডেক্স:
লালমনিরহাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০১ জন, ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন এবং
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর ২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামী ১. মোছাঃ রাশেদা বেগম @ রিতা(৪৫), পিতা-মৃতঃ আব্দুল লতিফ, স্বামী/ মোঃ সেলিম মিয়া ,স্থায়ী: (সাং-৩৪/২(এ) গোলাপবাগ) , উপজেলা/থানা- যাত্রাবাড়ী, জেলা –ঢাকা মহানগর, বাংলাদেশ:বর্তমান: সাং-মানিকনগর (ভেনাস টাওয়ার বাবু মিয়ার বাসার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- মুগদা, জেলা- ঢাকা মহানগর বাংলাদেশ ২. মোছাঃ সুলতানা বেগম পলি(৪২), পিতা-মৃতঃ আব্দুল জলিল, স্বামী/মোঃ নাসির উদ্দিন ,স্থায়ী: (৫২/১ উত্তর মানিক নগর) , উপজেলা/থানা- মুগদা, জেলা –ঢাকা মহানগর, বাংলাদেশ:বর্তমান: সাং-উত্তর মানিক নগর (স্বপন ভেন্ডার এর বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- মুগদা, জেলা –ঢাকা মহানগর ব্যাক্তিদের হাতে নাতে গ্রেফতার করেন।
আরেক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপ্ত কুমার সিং ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট পৌরসভাধীন ৫নং ওয়ার্ড পুটিমারীর দোলা মোঃ মিলন (৩৫) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ২০পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ আসামী ১। মোঃ মজিদুল @ মজিদুল মুহুরী(৫০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত ওজমাতুন্নেসা ,স্থায়ী গ্রাম- দীঘলটারী (ইউপি-দূর্গাপুর, এবং সাং-খুটামারা পূর্ব দোলজোর, ইউপি-সাপ্টিবাড়ী, ) , উপজেলা/থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট, বাংলাদেশ, বর্তমানে-১ (এ/পি সাং-পুটিমারী, ৫নং ওয়ার্ড, লালমনিরহাট পৌরসভা) উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট, বাংলাদেশ ২. মোঃ ওয়াশিম রাসেল (২৪), পিতা-মোঃ আব্দুল হাকিম, মাতা-মোছাঃ জয়নব বেগম,স্থায়ী: গ্রাম- ইটাপোতা (মোগলহাট ওয়ার্ড নং-০৫) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।
অপর আরেক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর ৩০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামী ১.মোঃ জমশেদ আলী(২৬), পিতা-মৃতঃ দারোক আলী, মাতা-মৃতঃ জোবেদা বেগম ,স্থায়ী: গ্রাম- নাগের খামার (ইউপি-ঘোগাদহ ০১নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুড়িগ্রাম সদর, জেলা -কুড়িগ্রামকে হাতে নাতে গ্রেফতার করেন।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীরদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ