স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার বারহাট্রা থানা পুলিশের একটি চৌকস টিম রোববার রাত আড়াইটার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কে বারহাট্রা উপজেলার বাউসী ব্রীজ সংলগ্ন স্থানে একটি কাভার্ড ভ্যান তল্লাশী চালিয়ে ২১ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৮’শ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে।
বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানায় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী একটি কাভার্ড ভ্যানকে রোববার রাত আড়াইটার দিকে বারহাট্রা থানার এস.আই মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চেকপোস্ট ডিউটি কারাকালীন বাইসী ব্রীজের উত্তরপাড়ে সিগন্যাল দিলে চালক দৌড়ে পালিয়ে যায়।
এ সময় কাভার্ড ভ্যানসহ আনুমানিক ২১ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৮’শ কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি সহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা গ্রামের মোঃ বিপ্লব মিয়া (৩২) ও টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চর ধোপাকান্দি গ্রামের মোঃ জামাল তালুকদার (৪৮) ।
এ ব্যাপারে সোমবার বারহাট্রা থানার এস.আই মোহাম্মদ নবী হোসেন বাদী হয়ে আটকৃতদের বিরুদ্ধে চোরাচালানীর মামলা দায়ের করেছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।