আব্দুস শহীদ শাকির:
জকিগঞ্জ -সিলেট।
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কতৃক প্রতিভার সন্ধানে "জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৩" এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে।
বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে সিলেট সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোহনা টিভি ও বৈশাখী টিভির ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মুফতী মাওলানা বেলাল আহমদ এর পরিচালনায় উত্তীর্ণদের বিজয়ী স্মারক প্রদান করেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের ৬৫০টি মাদরাসার ২৮৬০জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
তাদের মধ্য হতে ৩৭৫জন প্রতিযোগী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জেলা পর্যায়ে বিজয়ী ৪৫জনকে নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড ফাইনালে ৪৫ জনের মধ্য হতে ১৩জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে বিজয় লাভ করেন।
হিফয তাকমীল জামাতে ১ম স্থান অর্জন করেন সিলেট মহানগরীর লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের ছাত্র সৈয়দ বুরহান আহমদ বোগদাদী।
২য় স্থান অর্জন করেন আল মদিনার নূর সিতারা কুরআনিক ইন্সটিটিউট’র ছাত্র মো. ফাহিম আহমদ।
৩য় স্থান অর্জন করেন শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযীলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসা’র ছাত্র মোহাম্মদ আবু নাছের।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ