নজরুল ইসলাম কক্সবাজার বিশেষ প্রতিনিধি: ৩য় দিনের মত সড়কে শৃঙ্খলা ও জন যাতায়াতে দূর্ভোগ কমাতে ট্রাফিক কার্যক্রম সাথে ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় এবং মিনারেল পানি বিতরণ করেছে তারুণ্য ব্লাড ডোনার’স সোসাইটি।
সেই সাথে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমও পরিচালনা করে আসছে অত্র স্বেচ্ছাসেবী সংগঠনটি।
তথ্য মতে,প্রতিদিন দুপুর ২.০০ ঘটিকা থেকে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত অত্র সংগঠনের ৪টি টিম এই জনসেবামূলক কার্যক্রম গুলো পরিচিলনা করে আসছে।
কক্সবাজারের অন্যতম ব্যস্ততম স্টেশন,লিংক রোড়,কক্সবাজার শহরের প্রবেশমূখ,চট্রগ্রাম এবং টেকনাফ সড়কের প্রবেশমূখে।
এ সময় তারা জানান, পুলিশের কর্ম বিরতি বা ট্রাফিক পুলিশ যতদিন তাদের কর্মস্থলে ফিরছে না তারা ততদিন তাদের ট্রাফিক কন্ট্রোল কার্যক্রমটি চালিয়ে যাবে।
ধারাবাহিক এমন সুশৃঙ্খল সেবা প্রদান করায় সর্বস্তরের প্রসংশা কুড়াচ্ছে সংগঠনটি