মোঃ হেলাল পালোয়ান কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অরবিস দাতা সংস্থা কর্তৃক পরিচালিত ভিশন সেন্টার চক্ষু চিকিৎসা কেন্দ্রের ৭ম বছরে পদার্পণ উপলক্ষে ৩০০ রিকসা শ্রমিক নিয়ে ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে ভিশন সেন্টার কমলনগর।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় হাজির হাট বাজারের নিজস্ব প্রতিষ্ঠান এ্যানী ভিলার ছাদে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাজির হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান,
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরবিস বাংলাদেশ চাঁদপুর শাখার প্রতিনিধি মোঃ আল-আমিন
অনুষ্ঠান পরিচালনা করেন কমলনগর উপজেলার সাবেক ফারিয়া সভাপতি মোঃ সাইফুলাহ
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন কমলনগরের প্রত্যন্ত অঞ্চলে মাত্র ৫০ টাকার বিনিময়ে চোখের যে কোন সমস্যায় সু- চিকিৎসা দেওয়া হয় ও জটিল রোগীদের সামান্য পরিমাণ করছে প্রয়োজনে বিনা পয়সায় অপারেশনের মাধ্যমে চোখের সব রকম চিকিৎসা করা হয়।
বক্তারা বলেন আমাদের এই অঞ্চলে এমন একটা চক্ষু চিকিৎসা কেন্দ্র পেয়ে আমরা গর্বিত কোন সমস্যা হলে
খুব সহজে কম খরছে চোখের সঠিক চিকিৎসা পাচ্ছি।
কমলনগর ভিশন সেন্টারের পরিচালক ডাঃ আবু সাইদ ছিদ্দিক রায়হান বলেন আমি সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই সেন্টারে সকল প্রকার চক্ষু চিকিৎসা দিয়ে থাকি প্রয়োজনে আমাদের তত্ত্বাবধানে চাঁদপুর রেপার করে সঠিক চিকিৎসা দিয়ে থাকি।
তাই রিকসা শ্রমিকদের উদ্দেশ্য তিনি বলেন আপনারা এই এলাকার চিকিৎসা পরিবহন খাতের একমাত্র বাহন আমাদের কোন লাভের উদ্দেশ্যে নয় মানুষ যাতে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে সঠিক সেবা পায় সেই জন্য রোগীদের সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ