বিকাল বার্তা ডেস্ক>>
সুনামগঞ্জের ধোপাজানে চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা না দিয়ে শৈথিল্য প্রদর্শনের দায়ে তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সুনামগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর রাব্বির বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং ধোপাজান চলতি নদীতে শতকোটি টাকার বালু লুটপাটে শৈথিল্য দেখানোর দায়ে বিভাগীয় ব্যবস্থার গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ওই চিঠি শনিবার (২৬ অক্টোবর) তাকে দেওয়া হয়েছে।
একইভাবে ডিবির সাব ইন্সপেক্টর ওয়াসিম ও সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) ওয়ালি আশরাফকে জেলার সবচেয়ে দুর্গম থানা শাল্লায় বদলি করা হয়েছে।
জানতে চাইলে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, ‘কাজে জবাবদিহিতা-পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কিছু পুলিশ সদস্য নজরদারিতে রয়েছেন।’
উল্লেখ্য, সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে লুটপাটের ঘটনায় পুলিশকে বেশি দোষারোপ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ