স্টাফ:-রিপোর্টার: ৪ জুলাই বৃহস্পতিবার
সকাল ১১ঘটিকা নেএকোনা পল্লী বিদ্যুত সমিতি আয়োজিত বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড এর নিয়ন্ত্রাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে একযোগে ৪র্থ দিনের মত কর্মবিরতি চলছে।
মূলত দুইটি দাবির কথা তারা জানিয়েছেন
১। বিআরইবি এবং সমিতি একইভূত করন সহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন।
২। সকল অনিয়মিত এবং চুক্তিভিত্তিক দের নিয়মিত করন করতে হবে।
তাদের মূল ২টি দাবি সহ নিম্নমানের মালামাল ক্রয়ের কারনে বিদ্যুৎ সেবা বিঘ্নিত, পদ, পদবি, পদমর্যাদা, বিভিন্ন শ্রেণী বৈষম্য এর প্রতিবাদে কর্মবিরতি চলছে।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, যতক্ষন না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় দাবি সমূহ লিখিত আকারে মেনে না নিবেন, তত দিন এই আন্দোলন চালিয়ে যাবেন।