শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি'র সহযোগী সংগঠন ছাত্রদল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন অংশে ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশ চৌধুরী এবং সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বাধীন অংশে থানা ছাত্রদল সহ-সভাপতি ইকবাল মাহমুদ বিল্পবের পরিচালনায় পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি আগমনের পর জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন, বর্নাঢ্য রেলি, ঐতিহ্যবাহী ছাত্র দলের কৃতিময় কর্মকাণ্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কে নিয়ে বীরগঞ্জ শহীদ মিনারে ব্যপক আলোচনা এবং দলের কার্যক্রম আরও বেগবান করতে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
পৃথক ভ্যানুতে সকাল ১১ টায় উভয় গ্রুপ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে।
আকাশ চৌধুরী গ্রুপ একটানা কর্মসুচি পালন করলেও ইকবাল মাহমুদ গ্রুপের রেলী বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হওয়ার ঘোষনা রয়েছে।
বেশ কিছুদিন থেকে বীরগঞ্জে বিএনপি দলীয় নেতারা বিভক্ত হয়ে বিভিন্ন প্রোগ্রাম ও জাতীয় দিবস গুলো পালন করতে দেখা যাচ্ছে।
এলাকায় বিএনপির এক সময়ের মাঠ কাপানো দাপুটে প্রবীন নেতারা দ্বিধা-দ্বন্দ্বে ভুগলেও সম্প্রতি তারা মাঠের নেতা সাধারণ সম্পাদক ধলুর গ্রুপেই কাজ করতে দেখা যাচ্ছে।
আকাশ চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপে প্রধান অতিথি হিসেবে বিএনপি সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম ওমরাহ্ পালনের জন্য দেশের বাহিরে অবস্থান করায় পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বিশেষ অতিথি যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, শওকত জুলিয়াস জুয়েল, মোজাহিদুল ইসলাম মাজু, কৃষক দলের যুগ্ন আহবায়ক লাইছুর রহমান লিপু এবং ইকবাল মাহমুদ বিপ্লব গ্রুপে প্রধান অতিথি দলের সাধারন সম্পাদক জাকির হোসেন ধলু, বিশেষ অতিথি সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্কাস আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচী সফল করতে উভয় গ্রুপে সকল ইউনিয়ন ছাত্রদল, বিএনপি, যুবদল, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিতে দেখা গেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ