মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, মেজরিটি মাইনরেটি বলতে কিছুই নেই। সব ধর্মের মানুষ মিলে প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। ধর্ম বর্ন নির্বিশেষে সে একজন মযার্দাবান নাগরিক। ৫ আগস্ট যারা গণ হত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। গুম খুনের অবশ্যই বিচার হতে হবে।
আজ শনিবার (পহেলা ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় (বালুর)মাঠে এই বিশাল কর্মীসভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়েতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়েতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়েতের আমীর মাওলানা হাবিবুর রহমান সহ কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ।
তিনি আরোও বলেন, আমরা গুম-খুনের বিচার এজন্য আগে চাই। ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে। সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি।
জেলা জামায়েতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে সকাল থেকেই ১২ উপজেলাসহ প্রত্যন্ত এলাকা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে এসে সমবেত হন। একসময় কানায় কানায় পূর্ণ হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ