স্টাফ রিপোর্টার: নেত্রকোণার বারহাট্রা থানা পুলিশের একটি চৌকস টিম গত বুধবার গভীররাতে উপজেলার নোয়াগাও গ্রামের একটি মুদির দোকানে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করেছে।
বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১ ঘটিকায় এস.আই মোঃ সুমন মিয়ার নেতৃত্বে এএসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নোয়াগাও গ্রামের ফজল হকের মুদির দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ারি মোঃ জুয়েল, মোঃ রাসেল খান, হায়াতুল ইসলাম, রাব্বুল খান ও ময়না মিয়াকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে এস.আই মোঃ সুমন মিয়া বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার জুয়া আইনে মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।