মোঃশাহেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
দীর্ঘ ৫ বছর প্রেমের পর অবশেষে নজরুল ইসলাম (২৭) সঙ্গে সাদিয়া সুলতানা তানিয়া (১৮) বিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার রামু সম্রাট কনভার্শন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়।
নজরুল ইসলাম এবং সাদিয়া সুলতানা তানিয়ার বাড়ি একেই এলাকায় বলে জানিয়েছেন নজরুলের বন্ধু মোঃ জাহেদ তাদের সম্পর্ক দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়িতে জানাজানি হলে তাদের সম্পর্ককে সুন্দর একটি রূপ দেয় দুই পরিবার মিলে।
এতে এলাকার মান্যগন্য মানুষ বিয়েতে অংশগ্রহণ করে তাদের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক স্বীকৃতি পেয়ে এলাকাবাসীও অনেক খুশি হয়েছে বলে জানিয়েছেন, এলাকার প্রায় তিনশ গণ্যমান্য মানুষ নিয়ে, নজরুল ইসলাম রামু কনভার্শন হলে চলন্ত বৈরাগ নিয়ে জান, তার প্রেমিকা সাদিয়া সুলতানা তানিয়াকে বউয়ের সাজে দেখে নজরুল ইসলাম অবাক খুশি, তার বন্ধুবান্ধব কে নিয়ে চলন্ত বৈরাগ এসে বউকে নামিয়ে নিতে পেরে আহামা খুশি নজরুল ইসলামের বন্ধুবান্ধব।
স্থানীয়রা জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল তাদেরকে দুইজনের মনের মিলনে, তার মা বাবা এবং এলাকাবাসী তাদের দুজনের বিয়ে দেখে অত্যন্ত আনন্দিত ও তাদের জন্য দোয়া ও ভালোবাসা আমরণ থাকবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বিয়েতে উপস্থিত ছিলেন নজরুল ইসলামের বন্ধু মোঃ জাহেদ, মোঃআরফাত,মোঃরুবেল, মোঃসাইফুল ইসলাম নয়ন,মোঃজিরাজুল ইসলাম,মোঃসাইফুল ইসলাম সাইফ,মোঃআকবর,মোঃসাইফুল,মোঃগিয়াস উদ্দিন, মোঃআজিম, মোঃ শাহেদুল ইসলাম খান,মোঃকরিম,মোঃশাহিন,মোঃফরিদ মোঃআব্দুল্লাহ।
বন্ধুবান্ধব সবাই মিলে তাদেরকে শুভকামনা জানিয়েছেন।