স্টাফ রিপোর্টার: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নেত্রকোণা জেলার পূর্বধলা, বারহাট্টা ও নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন ভোটাকেন্দ্র পরিদর্শন করেন জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম-সেবা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ, নেত্রকোণা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও পুলিশ সুপার, নেত্রকোণা নির্বাচনে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সকল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সদস্যদের সাথে কথা বলেন এবং প্রত্যেককে সাহসিকতা ও দৃঢ় মনোবল, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।