মহসিন আলম মুহিন:
৭ই মার্চ ১৯৭১ রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান;
নেতা আসলেন মঞ্চে ২ঃ৪৫ মিনিট; দিয়ে গেলেন দিক নির্দেশনার এক ঐতিহাসিক ভাষণ।।
মাত্র আঠারো মিনিটে তেইশ বছরের শোষণ! বায়ান্নর ভাষা আন্দোলন! চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন; ঊনসত্তরের গণঅভ্যুত্থান!
বলে গেলেন সত্তরের নির্বাচনে পশ্চিমাদের সব প্রহসন ।।
মাত্র একটু দূর সেনানিবাস নেতার ভ্রূক্ষেপ নেই! সুকৌশলে বলে গেলেন অবিরাম,
জীবনের ঝুঁকি নিয়ে নির্ভয়ে
গেয়ে গেলেন-বজ্রকণ্ঠে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।।
বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায় স্বাধীনতায়,
তর্জনী উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে ঘুমন্ত জাতিকে জাগালেন স্ব-মহিমায়।।
৭ই মার্চের ভাষণ অতঃপর ২৫ মার্চ কাল রাত্রি! তারপর ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়,
এরই ধারাবাহিকতায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর লাল সবুজের পতাকার বিজয়।।
এ ভাষণ শুধু আর ৭ ই মার্চে সীমাবদ্ধ নয়! এ ভাষণ এখন সারা বিশ্বের বঞ্চিতদের আজীবনের কবিতা কবির,
এ ভাষণ আজ ঐতিহাসিক নেতাদের উত্তম ভাষণের মধ্যে অন্যতম; শ্রেষ্ঠ ভাষণ জাতির জনক বঙ্গবন্ধুর।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া।
থানাঃ- এনায়েতপুর।
জেলাঃ-সিরাজগঞ্জ।
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ।