পলাশ মাহাবুব চিলাহাটি ডোমার নিলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার চিলাহাটিতে প্রতিদিনই কারো না কারো গৃহপালিত পশু- হাঁস-মুরগি, ছাগলের প্রাণ যাচ্ছে হিংস্র কুকুরের থাবায়। একসময় মানুষ চোর ডাকাতদের হাত থেকে নিজের বাড়িতে প্রতিরক্ষা জন্য পালতো কুকুর, তাকে যত্ন করে খাওয়াতো সুস্থ থাকার জন্য নিজের সন্তানদের মতো, আজ সেই কুকুর হয়ে গেছে প্রচন্ড হিংস্র বন্য হায়েনার মত, দেখা যাচ্ছে বেশ কয়েকটি কুকুর একসঙ্গে একত্রিত হয়ে চোখের পলকেই স্বীকার করছে মানুষের গৃহপালিত হাঁস, মুরগি ও ছাগল, এ যেন বিদেশি স্কোয়ার্ড ডগ এর মত প্রশিক্ষিত দক্ষ বাহিনীর কর্ম, এলাকার এমন কোন বাড়ি নেই যে তার শখের গৃহপালিত হাঁস- মুরগি, ছাগল রেহাই পেয়েছে। এমনকি এমনও শোনা গেছে ৬-৭ বছর বয়সী মানুষের বাচ্চাদেরকেও ধাওয়া করছে। প্রতিনিয়তই যাদের গৃহপালিত পশু- হাঁস- মুরগি, ছাগল নষ্ট হচ্ছে কুকুরের কামড়ে তারা সকলেই দিশেহারা, হতাশাগ্রস্থ পথ খুঁজে পাচ্ছে না সমাধানের। এ ব্যাপারে ভুক্তভোগী নূরে জান্নাত বলেন যেখানে মানুষের জীবন জীবিকা নির্বাহ খুবই কঠিন হয়ে পড়েছে, সেখানে সংসারের সহায়ক হিসেবে গৃহবলিত পশু অনেকটাই অবলম্বন। কিন্তু প্রতিনিয়তই কুকুরের থাবায় হতাশাগ্রস্ত হতে হচ্ছে। এ ব্যাপারে পশু সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে নূরে জান্নাতসহ সর্বস্তরের এলাকাবাসী।