এস,এম, আলতাব হোসেন (বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অন্তর্গত ৮নং পাংগাসী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান (১)- জনাব মোঃ শামসুল আলম খোকন এর নেতৃত্বে টি সি বি পণ্য সঠিক, সুশৃঙ্খল এবং সুস্থভাবে রেশন কাট প্রাপ্ত লোকজনদের হাতে বিতরণ করেন। তিনি বলেন যে, অতীতে এই টি সি বি পণ্য সঠিকভাবে বিতরণ করা হয়নি।বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করা হয়েছে।সাথে থাকা অত্র ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ মামুন সেখ-( ওয়ার্ড নং-২),
জনাব মোঃ ফরহাদ হোসেন -(ওয়ার্ড নং-৫),জনাব মোঃআঃ আজিজ -(ওয়ার্ড নং-৬),মোঃ সাইফুল ইসলাম – (ওয়ার্ড নং-৭),জনাব মোঃশিপন মেম্বার -(ওয়ার্ড নং-৮),জনাবা মোছাঃরুনা খাতুন( মহিলা ভাইস চেয়ারম্যান -১,২ও ৩নং ওয়ার্ড)সহ সদস্যরাও বলেন যে, স্বৈরাচারী সেখ হাসিনার নির্বাচিত চেয়ারম্যান দ্বারা অনেক অনিয়ম, দূর্নীতি করা হয়েছে এই টি সি বি পণ্য বিতরণ নিয়ে। এখন থেকে আমরা প্যানেল চেয়ারম্যান এর মাধ্যমে সকল অনিয়ম, দৃূর্নীতি দূর করে সকল জনসাধারণের ন্যায্যদাবী পূরণ করবো এবং সেবা দিয়ে যাবো। আর কোনো অনিয়ম, দূর্নীতি অত্র ৮নং পাংগাসী ইউনিয়ন পরিষদে করতে বা চলতে দেওয়া হবে না। টি সি বি পণ্য বিতরণ নিয়োগ প্রাপ্ত ডিলার সাহেবকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি ও বলেন যে , আমরা আমাদের নিয়ম অনুযায়ী ও যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে সঠিক, সুস্থ ও সুশৃঙ্খল ভাবে প্রাপ্তি সকল জনসাধারণের হাতে টি সি বি পণ্য বিতরণ করচ্ছি।