(এস,এম,আলতাব হোসেন ---বিশেষ প্রতিনিধি) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্য বাহী ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ কর্তৃক "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালায় জনকল্যাণকর যেকোনো বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেন। যেমন -১াবনায়ন/সবুজায়ন কর্মসূচী, ২।কৃষি বিপ্লব, ৩।মানসম্মত শিক্ষা, ৪।পরিকল্পিত নগরায়ন,৫।রাস্ট্র সংস্কার, ৬।পরিবেশ বান্ধব শিল্পায়ন, ৭।বিশ্বায়ন,৮।নাগরিক সেবা, ৯। দুর্নীতি প্রতিরোধ,১০।জলবায়ু পরিবর্তন মোকাবেলা, ১১।উদ্যোক্তা সৃষ্টি, ১২।কর্মসংস্থান,১৩।বিশুদ্ধ পানি, ১৪। উন্নত চিকিৎসা ব্যবস্থা,১৫।নাগরিক সচেতনতা, ১৬।অবকাঠামোগত উন্নয়ন, ১৭।তারুণ্য ও উন্নত দেশ,১৮।বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা,১৯।খেলাধুলা,২০া স্বাস্থ্য সচেতনতা, ২১।পথ শিশু, ২২।বঞ্চিত মানুষ, ও২৩।দরিদ্র সমাজ। এছাড়াও (ক)বৃক্ষরোপন কর্মসূচী,(খ)পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী ও মশক নিধন অভিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ ছিল যে, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একদিন করে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ " শীর্ষক একটি কর্মশালার আয়োজন করতে হবে। সেই ফলশ্রুতিতেই উক্ত কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখিত বিষয়সমূহের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নেয় ঐতিহ্য বাহী পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ এ-র শিক্ষার্থীরা।উল্লেখিত বিষয়গুলোর মধ্যে থেকে ১।বনায়ন/সবুজায়ন কর্মসূচির উপর মোছাঃ উম্মে হাবিবা,১৩।বিশুদ্ধ পানির উপরে ছনিয়া তানজিম, ২।কৃষি বিপ্লব এর উপরে শ্রী মৃদুল,১৪।উন্নত চিকিৎসা ব্যবস্থার উপরে মোছাঃ শাকিলা ইসলাম, ৩।মানসম্মত শিক্ষার উপরে মোছাঃ তাসফিয়া খাতুন, ৫।রাস্ট্র সংস্কার নিয়ে মোছাঃ সাদিয়া খাতুন, ৯।দুর্নীতি প্রতিরোধ এ-র উপরে মোছাঃ মীম খাতুন, ও ১৯।খেলাধুলার উপরে মোছাঃ আছিয়া খাতুন অত্যান্ত জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করে। কর্মশালার আলোচনা সভা পরিচালনা করেন জনাব মোঃ ওমর আলী, শিক্ষক পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ। উক্ত কর্মশালায় সমাপ্তি বক্তব্য রাখেন জনাব মোঃ রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা,৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ। পরে বৃক্ষ রোপণ করা হয় অত্র পরিষদের জায়গায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ