দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা:
পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ৮০নং খড়িয়া পল্লীস্মৃতি সরঃ প্রাথঃ বিদ্যালয়টি টিন সেডের তৈরি। গতকাল (২১/০৩/২৪ তারিখ রোজ বৃহস্পতিবার)বিকাল ৫টার সময় কাল বৈশাখির তাণ্ডবে বিদ্যালয়টির টিনের চাল উড়িয়ে লীজ ঘেরে ফেলে দেয়।বিদ্যালয়ের যাবতীয় মালামাল সহ বেড়া গুলো ভেঙেচুরে চুরমার হয়ে যায় বিধায় অধিকাংশ জিনিস পত্র সহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র নষ্ট হয়ে গেছে।তার করুন চিত্র তুলে ধরা হলো। বিদ্যালয় চলাকালীন যদি এমন ঘটনা ঘটত তাহলে,শিক্ষার্থী সহ শিক্ষকদের বাঁচার কোন উপায় থাকতো না।তাই আমি পরম করুনা ময়ের কাছে হাজার প্রার্থনা জানাই বিদ্যালয় চলা কালীন যেন,এমন ঘটনা না ঘটে।
এমতাবস্থায় সরকার কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।