মোহাম্মদ জামাল হোসেন
স্টাফ রিপোর্টার
পাথরঘাটা উপজেলা ।
অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচন পাথরঘাটা উপজেলার। এখানে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী সহ বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক। এবারের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। তারা নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। তাদের মধ্যে একজন ৮২ বছর বয়স্ক মুক্তিযোদ্ধা হাঁটার জন্য একজন সহযোগীকে নিয়ে ভোট দিতে আসেন এবং নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পেরে সে খুবই আনন্দিত। তার ভাষ্যমতে জীবনে হয়তো এটাই তার শেষ ভোট দেয়া তাই নিজে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত।
ভোট আমার মৌলিক অধিকার এবং আমার এই শেষ বয়সে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুব খুবই খুশি।
আমাদের মত বাংলাদেশে বাস করে ভোটাধিকারের মাধ্যমে নিজেদের মত প্রকাশের সুযোগ পেয়ে বাংলাদেশ সরকার এর প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমাদেরকে এই সময়ে এসে নিজেদের অধিকারকে আমাদের হাতে তুলে দিয়েছেন।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ