নেত্রকোনা প্রতিনিধ: প্রথম ধাপের ৬ষ্ট উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আব্দুল কুদ্দুস বাবুল ও দুগার্পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা নবিার্চিত হয়েছেন। উপজেলার ফলাফল, দুগার্পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা (মোটর সাইকেল) প্রতীকে ৩১১৫৫ ভোট পেয়ে নিবার্চিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান (কৈ মাছ) প্রতীকে ২২১৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছে। এছাড়া অন্যন্যা প্রর্থীগণ পারভীন আক্তার (ঘোড়া) প্রতীকে ৩০৪৪ ভোট, মোঃ কামার পাশা (কাপ পিরিচ) প্রতীকে ১১৬৫ ভোট, ফারুক আহমেদ (হেলিকাপ্টার) প্রতীকে ২৬১ ভোট, মোহাম্মদ নুরুল হুদা (দোয়াত কলম) প্রতীকে ১১৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভুঞাঁ (তালা) প্রতীকে ৪১০৪২ ভোট পেয়ে নিবার্চিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর কাইয়ুম খান (উড়োজাহাজ) প্রতীকে ৫৯৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে ও ছায়েদুর রহমান (টিউবওয়েল) প্রতীকে ২৮১৪ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার (হাসঁ) প্রতীকে ২৫৫৮৯ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। জাকিয়া সুলতানা জবা (ফুটবল) প্রতীকে ২০৩৫৯ ভোট পরাজিত হয়েছে ও তহুরা বেগম (কলস) প্রতীকে ১৪৪২৫ ভোট পান। কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আব্দুল কুদ্দুছ বাবুল (দোয়াত কলম) প্রতীকে ৩২৩৫৪ ভোট পেয়ে নিবার্চিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন (ঘোড়া) প্রতীকে ২৯৩৭৭ ভোট পরাজীত হন। এছাড়া শাহিন মিয়া (টেলিফোন) প্রতীকে ৮৫৯৮ ভোট, সফিকুজ্জামান খোকন (কৈ মাছ) প্রতীকে ২৭২১ ভোট, মোঃ মাহতাব উদ্দীন মোটর সাইকেল) প্রতীকে ৩২৫ ভোট, শাহ্ জাহাঙ্গীর কবীর হেরিকাপ্টার) প্রতীকে ২৯৫ ভোট, মোঃ ফজলুল হক (আনারস) প্রতীকে ১৯০ ভোট পান। ভাইস চেয়ারম্যান পদে মোঃ হাবিবুর রহমান (চশমা) প্রতীকে ৪৫৫৩৮ ভোট পেয়ে নিবার্চিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী (টিউবওয়েল) প্রতীকে ১৩৬৫৫ ভোট পেয়ে পরাজিত হন। অলি আহমেদ (তালা) প্রতীকে ১৩৪০৪ ভোট পান । মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রুনা আক্তার (কলস) প্রতীকে ৩৫৭২২ ভোট পেয়ে নিবার্চিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমকুম নকরেক (ফুটবল) প্রতীকে ২৭৮৪৪ ভোট ও জাহানারা খানম (হাঁস) প্রতীকে ৯০৬৪ ভোট পরাজিত হন। জেলার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয় পান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)। উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৯ হাজার ১৩ ভোট বেশি পেয়েছেন। কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল কুদ্দুস বাবুল দোয়াতকলম প্রতীকে ৩২ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফরহাদ হাসান আজাদ। তিনি জানান, বাবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন ঘোড়া প্রতীকে পান ২৯ হাজার ৩৭৭ ভোট। আব্দুল কুদ্দুস বাবুল এর আগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুইবার চেয়ারম্যান পদে জয়ী হয়ে দায়িত্ব পালন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট পেয়ে পরাজিত হন। এ ছাড়া অন্যন্যা প্রার্থীগণের উপরে উল্লেখ্যিত ফলাফল ঘোষনা করেন। জেলা নিবার্চন অফিসার গোলাম মোস্তফা নিবার্চন সুষ্ট শান্তিপূর্ণভাবে সম্পুর্নভাবে হয়েছে বলে জানান।