মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে: মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নাসিম শেখ (২০) নিহত হয়েছে। নাসিম শেখ কালিয়া উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে, সে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। প্রাপ্ত তথ্য জানা যায় , গত রবিবার ৮ সেপ্টেম্বর সন্ধার দিকে আরবি পড়ার জন্য ঘর থেকে মটর সাইকেল নিয়ে বের হয়ে চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যায় । পড়া শেষে বাড়ি ফেরার সময় রাত ৮ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চানপুর- রঘুনাথপুর সড়কের তানজারের বাড়ির সামনে বিকট শব্দ শুনে স্থানীয়রা। বাড়ি থেকে বের হয়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে গুরুতর আহত অবস্থা। তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা মটরসাইকেল চালানো সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এ দুর্ঘটনাটি ঘটে।