*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
‘সুস্থ দেহ, সুন্দর মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪। শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শহরের পুরাতন কালেক্টরেট উন্মুক্ত প্রাঙ্গণে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ পরিচালনা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আহ্বায়ক এ টি এম এ রাজ্জাকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শফিউল আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, প্রাক্তন ফুটবলার এবং বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার; সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু এবং হাইকোর্টের আইনজীবী খায়রুল রশিদ খান পাঠান। সদস্য সচিব মোঃ শফিউল আলম খান প্রতিযোগিতায় একক ইভেন্টে ২০টি টিম, দ্বৈত ইভেন্টে ৪২টি টিম এবং ৪৫ ঊর্ধ্ব বিভাগে ১৬টি টিম অংশগ্রহণ করছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ