আব্দুস শহীদ শাকির,জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি। সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় জকিগঞ্জ জুড়ে আনন্দ উল্লাস চলছে। দেশের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ-কানাইঘাট এলাকার মানুষ স্বাধীন দেশে মাত্র ১ বারই মন্ত্রী পেয়েছিল মরহুম এমএ হকের মাধ্যমে।
তাই উন্নয়নের ক্ষেতে অবহেলিত ও বঞ্চিত জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ এবার স্বতন্ত্র সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপির দ্বারা তাদের কাঙ্খিত উন্নয়নের স্বপ্ন দেখছে।
বেশ কিছুদিন থেকে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হচ্ছেন এমন খবরে সোসাল মিডিয়া সহ সর্বত্র আলোচনা ও উচ্ছাস লক্ষ করা গেছে।
সোমবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে হুছামুদ্দীন চৌধুরী এমপি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
গত সোমবার জাতীয় সংসদে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চীফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
কমিটিগুলোর মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি।
গতকাল সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, দ্বাদশ সংসদের ৫০টি কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে রাত জেগে সভাপতিসহ সদস্যদের নাম লিখে দিয়েছেন।সে খাতাটি আমার হাতে।
চলতি সপ্তাহেই সবগুলো কমিটি গঠনের প্রস্তাব পাস হবে। কমিটিগুলোর যথাযথ ভূমিকা সংসদকে আরো বেশি কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি ধর্মমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব জুবায়ের আহমদসহ সকল নেতৃবৃন্দ।
বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নের রুপকার, এদেশের শিক্ষা আন্দোলনের প্রাণপুরুষ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, জাতীয় মাসিক পরওয়ানার প্রতিষ্ঠাতা সম্পাদক, সুবক্তা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি মন্ত্রীর মর্যাদায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছসিত।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ