স্টাফ রিপোর্টার: নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের পূর্ব উৎরাইল এলাকা থেকে বালু ব্যবসায়ী সাইফুল ইসলামের(৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২ টার দিকে অনুপ বিশ্বাসের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।
জানা গেছে, জেলার দুর্গাপুরের নোয়াপাড়া গ্রামের সাইফুল ইসলাম বালুর ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত ২ টার দিকে স্থানীয়রা গ্রামের অনুপ বিশ্বাসের বাড়ির সামনে ইটের সলিং রাস্তায় সাইফুল ইসলামকে পড়ে খাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ আহত সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতের লাশ শুক্রবার পুলিশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। দুর্গাপুর থানার উপপরিদর্শক আবদুল হান্নান জানান, খবর পেয়ে আহত সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যাক্তি নাকে মূখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ