নুরুল কবির,বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ের হল রুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।
প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম জাভেদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম রসুলের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার নুরুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সুনীল কুমার চৌধুরী, এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল আলম কোম্পানী, মোঃ আলী,নুরুল আমিন,ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার,এনকে শপিং সেন্টারের স্বত্বাধিকারী, ব্যবসায়ী নুরুল কবির, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বহ্নি শিখা দাশ, মোঃ নুরুল ইসলাম,মাওলানা মোস্তফিজুর রহমান, শিক্ষিকা নিপু দত্ত,রানা দাশ,বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল ইসলাম চৌধুরী,আশ্বিষ দাশ, নয়ন মনি দাশ, যুবলীগ নেতা শাহজাহান, মোঃ,নাছির উদ্দিন, ব্যবসায়ী মাঈনুদ্দিন চৌধুরীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তফিজুর রহমান হেলালী।