মোঃ হেলাল পালোয়ান কমলনগরলক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়াডের তোফায়েল মেম্বারের মেয়ের নতুন বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে ১০থেকে১২জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে (মা-মেয়েকে) জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার সহ প্রায় ৪লক্ষ ৫০হাজার টাকা নিয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় কমলনগর উপজেলা ৯নং তোরবগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তোফায়েল মেম্বার এর মেয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে তোফায়েল মেম্বরের মেয়ে ফাতেমা বেগম বলেন রাত অনুমান ৩টা থেকে ৪টা ভিতরে আমাদের ঘরের দরজা ভেঙে প্রথমে আমার মেয়ে তাসফিয়াকে রুমে ঢুকে তাহার হাত পা বেঁধ আমাকে চাবি দিতে বাধ্য করিলে চাবি না দিলে দুটি আলমারি ভেঙে প্রায় সাড়ে চার ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা নিয়ে যায় ডাকাত দল যাওয়ার সময় বলেন আমি কিংবা আমার মেয়ে এই বিষয়ে যদি কারো কাছে মুখ খুলি তাহলে আমাদের মা-মেয়েকে মেরে ফেলার হুমকি দেন।
এই বিষয়ে কমলনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন ডাকাতির ঘটনা শুনে আমি আমার পোস্ট নিয়ে ঘটনাস্থলে আসি এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সিআইডি ও র্যাবের টিম মিলে কাজ করে যাচ্ছি আশা করি অতি শীঘ্রই এই ঘটনায় জড়িতদের বের করতে সক্ষম হবো।