ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
২১০ বোতল ফেন্সিডিলসহ ২ জন কে আটক করেছে সিরাজগঞ্জ জেলা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জেলা গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম ।
রবিবার (১০ মার্চ ২০২৪ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম (বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে ৯ই মার্চ ২০২৪ইং রাত্রি ২২.৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ থানাধীন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১। মোঃ মাকসুদুর রহমান কিরন(২৫), পিতা-মোঃ মহিদুল ইসলাম মধু, মাতা-মোছাঃ সাবিনা ইয়াসমিন, গ্রাম-হোসেনাবাদ কান্দিরপাড়া, ইউপি-মথুরাপুর, ২। মোঃ ইউসুফ আলী সবুজ (২৯), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ জেসমিন আক্তার, গ্রাম-বেজপুর, ইউপি-দৌলতপুর উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া দ্বয়ের হেফাজত হতে সর্বমোট ২১০(দুইশত দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মাকসুদুর রহমান কিরন(২৫) এর বিরুদ্ধে ০৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।