এ, নাসরিন সরমিন
স্বাধীনতা তুমি
রবীন্দ্রনাথ ঠাঁকুরের সোনার বাংলা
জীবনানন্দ দাশের রূপসী বাংলা
শেখ মুজিবুর রহমানের জয় বাংলা।
স্বাধীনতা তুমি
লাল সবুজের পতাকা
এক ঝাক উড়ন্ত মুক্ত বলাকা
জয়নুলের তুলিতে রঙিন স্বপ্ন আঁকা।
স্বাধীনতা তুমি
সৃষ্টি করেছ অমর ইতিহাস
শত্রুদের করেছ বিনাশ
ভালোবাসার করেছ বিকাশ।
স্বাধীনতা তুমি
দোয়েলের সুরেলা গান
শতাব্দীর বসন্তের বাগান
লাখ সহীদের সম্মান।
স্বাধীনতা তুমি
আঁধারের সন্ধ্যা প্রদীপ
সূর্যের প্রখর তেজের প্রতীক
একতারা বাজানো বাউল পথিক।