স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী, দৈনিক বিকাল বার্তা।
চট্রগ্রাম দক্ষিন জেলা লোহাগাড়া উপজেলা এলাকা আওতাধীন
চরম্বা ইউনিয়নের বায়ার পাড়ায় কিছু অসাধু প্রভাবশালী মাটি খেকোরা প্রশাসনের দৃষ্টির আড়ালে এবং রাতের অন্ধকারে বেপরোয়া পর্যায়ে টিলা পাহাড়ের মাটি কেটে রমরমাটা ব্যবসা চালিয়ে যাচ্ছে ,ওই এলাকায় সরজমিনে তদন্ত করে দেখা যায় চারজন প্রভাবশালী মাটি
ব্যবসায়ী জড়িত রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে যখন সাংবাদিকরা এই খবর সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়, এবং নারী সাংবাদিকরা প্রশাসনের নজরে আনার চেষ্টা করে তখন অসাধু ব্যবসায়ীরা নারী সাংবাদিকদেরকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এইধরনের মাটি খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং
লোহাগাড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।