জাতীয় দৈনিক বিকাল বার্তা স্টাফ রিপোর্টার
বাহুবল হবিগঞ্জ আমিনুল ইসলাম মানিক
চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে গলাটিপে হত্যা, স্বামী আটক
হবিগঞ্জের চুনারুঘাটের রামশ্রীতে স্বামীর হাতে স্ত্রী আয়মনা খাতুনকে হত্যার অভিযোগে স্বামী আসকির মিয়াকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আয়মনা ও আসকির মিয়ার দাম্পত্য জীবনে রয়েছে ৬ সন্তান।
চুনারুঘাট থানা পুলিশ ও নিহত আয়মনা বড় ছেলে কামরুল মিয়া জানায় প্রায় প্রতি দিনেই স্বামী স্ত্রী ঝগড়া হতো।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার রামশ্রী গ্রামে স্বামী আসকির মিয়ার সাথে স্ত্রী আয়মনার ঝগড়া হয়। এক পর্যায়ে আসকির মিয়া আয়মনাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।এবং হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী আসকির মিয়া (৪০) আটক করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জে পাটিয়েছেন। স্বামী আসকির মিয়াকে আটক করেছেন। আমার এক সহকর্মীর পাঠানো তথ্য