মোঃ হোসেন, ভোলা সদর প্রতিনিধি:
ভোলায় জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিক নির্দেশনায় ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলা তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন খেয়াঘাট (লঞ্চঘাট) হইতে ০২ (দুই) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।
অদ্য ২৮ শে মার্চ (বৃহস্পতিবার) সকাল ০৬: ৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ সামিম সরদার, সংগীয় এএসআই/ মোঃ আল আমিন, ও ফোর্স কং/১২৪৯ মোঃ শাওন সিকদার, কং/১০০৬ মোঃ তাজুলইসলাম, কং/ ৪৩২ মোঃ হাসিবুল ইসলাম সহ ভোলা সদর মডেল থানাধীন খেয়াঘাট (লঞ্চঘাট) এর পূর্ব পাশে খেয়াঘাট (লঞ্চঘাট) হইতে ভোলা সদরগামী পাকা রাস্তার উপর হইতে ০২(দুই) কেজি গাঁজা সহ মোঃ ইমরান হাওলাদার ইমন (৩১), পিতা- মৃতঃ আঃ মালেক হাওলাদার, মাতা- আনোরা বেগম, সাং- ইলিশা (ইলিশা বাসস্ট্যান্ড, ময়না রোড, মাঝি বাড়ি), ভোলা। পৌরসভা ১ নং ওয়ার্ড ও মোঃ আবুল হোসেন আবুল (৪৪), পিতা- মৃত- আঃ মতিন, মাতা- রানু বিবি, সাং- বাপ্তা (গুচ্ছ গ্রাম/আদর্শ গ্রাম), ৪ নং ওয়ার্ড, উভয় থানা- ভোলা সদর মডেল, জেলা- ভোলাদ্বয়কে ধৃত করেন।
ধৃত আসামীদেয়ের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।