মোঃ আরফাতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি:
শনিবার (৩০ মার্চ) দুপুর ১ঘটিকার সময় এই ঘটনা ঘটে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড, চেয়ারম্যান পড়া নামক এলাকায় শালিসির বিষয়কে কেন্দ্র করে দুইজন মহিলাকে চুরিআঘাত করা হয়েছে।
চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে চেয়ারম্যান পড়া এলাকায় শালিসির বিষয়ে কেন্দ্র করে দুইজন মহিলাকে চুরিআঘাত করে একদল যুবক। চুরিআঘাত করে পালিয়ে আসার পথে একটি মোটর সাইকেলসহ ইয়াংছা চেকপোস্টে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার ১০ নং চিরিঙ্গা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড সওদাগর ঘোনার বাসিন্দা,গোলাম রহমান এর ছেলে মোঃজোনায়েদ(২২), মোঃনেজাম উদ্দীন এর ছেলে মোবারক(১৯)হেদায়েত আলীর ছেলে মোঃ সোয়াইব(২০)।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের আটক করেন।এনিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।