মোঃ হোসেন, সদর প্রতিনিধি (ভোলা)
মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ, কম্পোনেন্ট – ৩ প্রকল্পের আওতায় মৎস্যজীবি পরিবারের যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রমের অংশ হিসাবে এসডিএফ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (জেইউটিটিআই) এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষন কার্যক্রমের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ শে মার্চ বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রওনক ফেরদৌস আঞ্চলিক সমন্বয়কারী এসডিএফ, এসসিএমএফপি কম্পো-৩, উপ- আঞ্চলিক অফিস ভোলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম আঞ্চলিক কর্মকর্তা (যুব কর্মসংস্থান) এসডিএফ, এসসিএমএফপি কম্পো-৩, উপ- আঞ্চলিক অফিস ভোলা, মোঃ সাইফুল ইসলাম ক্লাস্টার অফিসার এসডিএফ, এসসিএমএফপি কম্পো-৩, দৌলতখান ভোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবীর পরিচালক (এ্যাডভোকেসি, কম্পালায়েন্স এন্ড ট্রেনিং) জিজেইউএস, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাধন কুমার পাল, অধ্যক্ষ, জেইউটিটিআই অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: মানছুর আলম, ইন্সট্রাক্টর, জেইউটিটিআই প্রশিক্ষণে অংশ গ্রহণকারী বৃন্দগণ প্রশিক্ষণ শেষে প্রত্যেকে ১২,৫০০/- টাকা করে ভাতা পেয়েছে।