কুষ্টিয়া জেলা প্রতিনিধ :
কুষ্টিয়া খোকসায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পহেলা এপ্রিল সোমবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামে। নিহতরা হলো, ওই গ্রামের মোঃ শয়ন শেখ এর মেয়ে জান্নাতুল(০৪) এবং শয়ন শেখ এর আপন চাচাতো ভাই মোঃ ফয়সাল এর মেয়ে মুসলিমা খাতুন (০৩)।পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, কোমরভোগ গ্রামের শিশু দুইটির বাড়ির পাশ্বে বটতলা সংলগ্ন লুৎফর হোসেনের চায়ের দোকান দুই বোন একত্রে ঘুরতে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরবর্তীতে শিশু দুইটির পিতা-মাতা অনেক খোঁজা-খুঁজির একপর্যায়ে লুৎফর হোসেনের চায়ের দোকানের পেছনের মাঠের মধ্যে পুকুরের পানিতে তাদের মৃতদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এদিকে শিশু দুইটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম।ঘটনা সত্যতা স্বীকার করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ জানান, শিশু দুইটির দাফন সম্পন্ন হয়েছে।