মাজেদুল ইসলাম গগণ পানে চেয়ে থাকি কখন উদিত হবে সূর্য।।
আসবে নতুন সকাল, নতুন কোনো বার্তা নিয়ে মানুষের মুখে ফুটবে হাসি কান্না গুলো চলে যাবে দূরে, দুঃখ গুলো সব ভুলে মানুষ গুলো বাঁচবে খুনসুটি নিয়ে। রাতের আধারে, তারা গুলো হাসে মিটিমিটি সূর্যের আলো চুরি করে চাঁদ অন্ধকারে দেই আলো, কারো ঘরে আবার!নেই যে খাদ্য অনাহারে, পথের ধারে, রেল গেটে তার দিন-আধিপত্য, কেউ বা আছে অট্টালিকার প্রেমে মগ্ন কেউ বা আছে টাকার পালঙ্কে সুয়ে নর্তকীকে নিয়ে নগ্ন। দূরে সরে যাক আছে যত সব অনিয়ম, দূর্নীতি, দুশমন ভন্ডের কপাল পুড়ুক, নয় তো হেদায়েত পাক খুব শীঘ্রই।