মহসিন আলম মুহিন
মন মানে না তাই তো খুঁজি-
সেটাই তুমি করলে পুঁজি।।
কেন বোঝো না পাই না কাছে,
এভাবে কি কারো-জীবন বাঁচে।।
কাটে না দিন, কাটে না রাত,
তবুও তোমার-মেলে না হাত।।
আঁখি পাতে নেই কোনো ঘুম,
হিয়া জুড়ে-দুঃখ ব্যাথার ধুম।।
এপাশ ওপাশ ঝড় তুফান বুকে,
প্রিয় হারা-উথাল পাথাল শোকে।।
কোথায় পাবো হারানো সেই দিন,
কর্ণে বাজে বিষের বাঁশীর বীণ।।
হৃদয় মাঝে ফিরে কেন আসো না!
কাঁপে তনু-মন যে আর মানে না।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
দেশঃ- বাংলাদেশ।
মোবাইল নং – ০১৭১৬৯১৩৯৩৯