স্টাফ রিপোর্টার-
বাংলাদেশের নারীরা সমাজ নিয়ে কাজ করে তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা করে দিয়েছেন।নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করতে চায় আমাদের বাংলাদেশ সরকার। নড়াইলের মোছাঃ রহিমা খানম সুমি সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে নিয়োজিত রাখেন। বর্তমানে দেশ ডিজিটালের স্পর্শে এসে তিনি অনলাইনে নারী জাগ্রত পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন যাবৎ দেশ ও মানুষের উন্নয়নে নানা রকম ভূমিকা পালন করে আসছেন তার মনের স্বপ্ন এবং ইচ্ছা ছিল তিনি এই পত্রিকাটি সাপ্তাহিক প্রিন্ট পত্রিকা হিসেবে প্রকাশ করে গণমাধ্যমে পৌঁছে দেবেন ।অক্লান্ত পরিশ্রমের সফলতা অর্জন করে এবারে সাপ্তাহিক নারী জাগ্রত পত্রিকা প্রকাশ হলো। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস নারী জাগ্রত পত্রিকায় খুলনা আর্ট একাডেমির শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠানের নিউজ পাঠাই এবং সব সময় প্রকাশ করে থাকেন। আজ হঠাৎ করে একটি পত্রিকা হাতে পেলাম খুলনা আর্ট একাডেমিতে নওগাঁ থেকে বাংলা প্রতিদিন ও প্রথম সংবাদ এর নাজমুল হক,
দৈনিক চিত্র এর মেহেদী হাসান (অন্তর) এবং শিল্প ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (লিটন)।
সাংবাদিকরা লোকো সাংস্কৃতিক পরিদর্শন করার নিউজটি প্রকাশ করেছেন। পত্রিকার নিউজটি দেখে আমি অভিভূত। একজন নারী হয়ে এমন উদ্যোগ নিয়ে সফল হয়েছেন। তিনি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)র সহসভাপতি ও
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন এক কথায় বলা যেতে পারে তিনি মানবতার ফেরিওয়ালা সমাজসেবায় নিবেদিত একজন সফল নারী।
সাপ্তাহিক নারী জাগ্রত পত্রিকা প্রকাশ করার জন্য
খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানান
এবং তার সার্বিক মঙ্গল কামনা করছেন।