আপন ধর বিশেষ প্রতিনিধি :
সম্প্রীতি বিলুপ্ত প্রজাতির এক তক্ষকের দেখা মিলে কঙ্কবাজার জেলার রামুর গজনিয়া এলাকায়।
গ্রাম্য ভাষায় যাকে বলে টোটেং।
খাবারের সন্ধানে গজনিয়ার এক এলাকাবাসীর ঘরে ডুকে পড়ে তক্ষকটি।যদিও তক্ষকের কামড়ে কিছু হয়না তবুও তক্ষকটির কারণে আংকিত পরিবারটি। অনুসন্ধানে জানা যায় ওই পরিবারের ছোট ছেলে শুদ্ধ (২বছর) তার হাতে তক্ষক সাপটি কামড় দেয়।তক্ষক টি প্রায় সাত ফুটের মতো, যার আনুমানিক ওজন ৮০০/৯০০ গ্রাম।স্থানীয় বন বিভাগে খবর দিলে, কমীরা আসতে আসতে তক্ষটি পালিয়ে যায়।
এলাকা বাসী থেকে জানা গেচে
ওই এলাকায় প্রায় তক্ষক দেখা যায়