স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নেত্রকোনা জেলার ব্যাংকার, ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার (৩ এপ্রিল) জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের সাথে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী পরিবহন নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন, পিপিএম—সেবা নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ হারুন অর রশিদ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।