আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার :
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার পরিবারের ও নেতা কর্মীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান পক্ষে হাদিয়া ও ঈদ উপহার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের জননন্দিত নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান।
শুক্রবার (০৫ এপ্রিল) দুপুর ৩ঘটিকায় আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান নিজ বাসভবনে আন্দোলন সংগ্রামে কারাবরণ, গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের মাঝে হাদিয়া ও ঈদ উপহার বিতরন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি মোহাম্মদ শফি ,সাতকানিয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য ফরিদ উদ্দিন ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সোলাইমান বাবুল,সাতকানিয়া উপজেলা যুবদল নেতা আবুল কাশেম আযাদ,দেলোয়ার হোসেন,আবদুর রহিম মনু,আবদুল আজিজ,আব্দুস সত্তার,রুবেল,উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুল্লা আল মিজান, মোহাম্মদ মোক্তার, আবদুল করিম, জেলা তরুনদলের সাবেক সাধারণ সম্পাদক আবসার কামাল ভোট্টু,উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন প্রমুখ।