আবুল কাশে আযাদ,স্টাফ রিপোর্টার:
সাতকানিয়া কেরানীহাটে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর স্হায়ী অফিস উদ্ভোদন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৮ঘটিকায় সাতকানিয়া কেরানীহাট ডাঃ আজিজুল হক স্যারের চেম্বার সংলগ্ন ফারিয়ার অফিস,অনুষ্ঠানের উদ্ভোদক দক্ষিণ জেলা ফারিয়ার সভাপতি বাবু মিলন কান্তি দে উদ্ভোদন করেন।
কেরানীহাট ফারিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাশেদ হোসাইন এর সঞ্চালনায় কেরানীহাট ফারিয়ার ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান তারেকের সভাপতিত্বে ফারিয়ার উক্ত
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় ফারিয়ার সভাপতি আবু সুফিয়ান।
আরও উপস্থিত ছিলেন বিশেষ অথিতি কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা এমরানুল হক বিপ্লব, কেরানীহাট ফারিয়ার উপদেষ্টা নুরুল আমিন ও কেরানীহাট ফারিয়ার সদস্যবৃন্দ।