নিশাত তাবাসসুম
জানিনা কতটা পথ হলে পার,
জোড়া লাগবে এই ভাঙ্গা মনটার,
কিছু প্রশ্ন করে এই মন, কবে দেখা পাবো তোমার
নেই কোনো উত্তর !
শুধুই চিন্তা করে যাই, কি যে কারণ কি উপায়?
কেনো ভাঙ্গলে এই মন, নেই তো কোনো উত্তর!
আমি পারি নি তোমাকে ফিরে পেতে।
কি আর পাবো তোমার মনটা ঘুরে,
ব্যাথাই যখন এই জীবন জুড়ে।
কিছু কথা থেকে যায় , ব্যাথার দাগ রেখে যায়
অবুঝ মনেরই কিণারায়।
কিছু পথ দুটি দূর হয়েছে, না চেয়েও সরে যেতে হয়েছে
হারিয়েছি ভুল ঠিকানায়।
মুছে দিয়ে সব অভিমান, দিচ্ছিলাম পিছুটান
আমি পারি নি তোমাকে বোঝাতে ।
কি আর পাবো তোমার মনটা ঘুরে,
ব্যাথাই যখন এই জীবন জুড়ে।