সিলেট অফিস:;
সিলেট নগরীতে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ মো. মোশারফ হোসেন (৩০) নামে এক মাদককারবারীকে গ্রেফতার আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (০৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ। এ সময় তার কাছ থেকে ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. মোশারফ হোসেন (৩০) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলারগাঁও গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম।তিনি জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।